হবিগঞ্জের মাধবপুরে সোনাই ইটভাটায় কাজ করার সময় মাচাং থেকে পড়ে রতন মিয়া(২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। সে শরিয়তপুর জেলার বাসিন্ধা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাধবপুরে সোনাই ইটভাটায় প্রতিদিনের ন্যায় শুক্রবার সন্ধ্যার পর থেকে রতন মিয়াসহ অন্যান্য শ্রমিকরা কাজ শুরু করে। রাত ১১ টার দিকে উপরের মাচাং থেকে হঠাৎ ছিটকে পড়ে রতন মিয়া। ঘটনাস্থলেই মারা সে। খবর পেয়ে মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেনের নের্তৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ