নীলফামারীর জলঢাকা উপজেলার কালিগঞ্জ এলাকায় নৈশকোচ ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে ২ জন নিহত হয়েছেন। এই দুঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শনিবার সকাল ৯টার দিকে জেলার জলঢাকা ডিমলা সড়কের কালীগঞ্জ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন: নীলফামারীর ডোমার উপজেলার ডাকবাংলা কাজীপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে পোল্ট্রি ব্যবসায়ী জাকির হোসেন (৫০) এবং একই উপজেলার আন্ধারুর মোড় এলাকার গোলাম মোস্তফার ছেলে পিকআপ চালক আব্দুল কালাম (৩৫)। আহত হয়েছেন জাকিরে হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৫)।
স্থানীয়রা জানায়, সকালে পোল্ট্রি খাবার আনার জন্য পিকআপ যোগে ডোমার থেকে রংপুর যাচ্ছিলেন জাকির ও তার ছেলে। ওই স্থানে আসামাত্র বিপরীত দিক থেকে আসা ঢাকা হতে ডিমলাগামী অনিক পরিবহনের একটি নৈশ কোচের সঙ্গে তাদের বহনকারী পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই জাকির ও পিকআপ চালক নিহত হয়। এ সময় আহত হয় জাকিরের ছেলে সাদ্দাম হোসেন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলওয়ার হাসান ইনাম দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের চেষ্টা চলছে। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/ ০৬ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা
বিডি-প্রতিদিন/ ০৬ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা