মহাসড়কে মাইক্রোবাসে যাত্রী তুলে ডাকাতি করার অভিযোগে সিরাজগঞ্জে মাইক্রোবাসসহ সাত ডাকাতকে আটক করা হয়েছে। শুক্রবার গভীর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ সেতুর গোলচত্ত্বর এলাকা থেকে তাদেরকে আটক করে। এসময় যাত্রীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার খামার গ্রামের রবিউলের ছেলে বাবুল আকতার (৩৬), একই জেলার বোয়ালমারী থানার কাজিরদি গ্রামের দেলোয়ার বিশ্বাসের ছেলে রফিকুল ইসলাম কটি (২২), মধুখালী থানার বাঘাট পশ্চিমপাড়া গ্রামের জাকির বিশ্বাসের ছেলে জুয়েল রানা (২৫), নগরকান্দা থানার রকমত শেখের ছেলে এনায়েত শেখ এনা (৩৭), গোপালগঞ্জ জেলার মকছেদপুর থানার কাউনিয়া উত্তরপাড়ার আবু বকরের ছেলে সাইফুল ইসলাম (৩৮), কাশিয়ানী থানার কামারোল পোড়াবাড়ী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে উজ্জল মোল্লা (৩৩) ও ঢাকার দোহার থানার জয়পাড়া দক্ষিন গ্রামের মৃত চানমিয়ার ছেলে মাইক্রোবাস চালক স্বাধীন।
বঙ্গবন্ধু সেতু থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন জানান, আটককৃতরা গাইবান্ধার শরিফুল নামে এক ব্যক্তিকে রাস্তা থেকে উঠিয়ে সর্বস্ব লুট করে নিয়ে জেলার হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় ফেলে রেখে যায়। ওই ব্যক্তি দ্রুত গাড়ীর নম্বরসহ বিষয়টি হাইওয়ে থানাকে অবগত করেন। পরে হাইওয়ে থানার দেওয়া তথ্যমতে গোলচত্ত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে মাইক্রোবাসসহ সাতজনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে শরিফুলের ছিনিয়ে নেওয়া মোবাইল ও টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শরিফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ