তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন 'দেশ থেকে মৎস্যভান্ডার হারিয়ে যেতে বসেছিল। জাল যার জলা তার এই স্লোগানে বর্তমান সরকার মৎস্যভান্ডারকে সমৃদ্ধ করতে অভয়াশ্রম ঘোষণা দিয়ে নতুন নতুন আইনের মাধ্যমে নদী, খাল, পুকুর, বিল খননের ব্যবস্থা করছে। তারই ধারাবাহিকতায় জেলেদের পরিচয়পত্র ও মৎস্য সমপ্রসারণ প্রতিনিধিদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হচ্ছে।' প্রতিমন্ত্রী আজ শনিবার দুপুরে নাটোরের সিংড়ায় উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে এই বাইসাইকেল ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমন্ত হেনরী কুবীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী মত্স্য সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাহবুবুল আলম, ঢাকা মৎস্য অধিদপ্তরের জেলে নিবন্ধন প্রকল্পের পরিচালক আরিফুর রহমান তরফদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে প্রতিমন্ত্রী ১২ জন মৎস্য সমপ্রসারণ প্রতিনিধিদের মাঝে বাইসাইকেল ও ৪ হাজার ৯৫৪ জন জেলেদের মাঝে পরিচয়পত্র বিতরণ করেন। এছাড়াও তিনি ২৮ জন প্রতিবন্ধীদের মাঝে নগদ ৭৫ হাজার টাকা বিতরণ করেন।
বিডি-প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ