ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার বাবরা গ্রামে ছাদ থেকে পড়ে রাজন হোসেন নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মিন্টু হোসেনের ছেলে। তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করলে শনিবার দুপুর দেড়টার দিকে সে মারা যায়।
নিহতের স্বজনেরা জানান, সকালে বাড়ির ছাদে খেলতে খেলতে নিচে পড়ে যায় শিশু রাজন। গুরুতর আহত অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাজন।
বিডি-প্রতিদিন/ ০৬ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা