সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ১৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে পৗর এলাকার শ্রীকোলা মোড় বাজার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ব্যবসায়ীরা জানান, মার্কেটের চায়ের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মূহুর্তে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। আগুনে হিরা ট্রের্ডাস, লাকী হোমিও, মুন্নি ফার্মেসী, ভাই ভাই পল্টি ফিড, মা আয়শা কৃষি ট্রের্ডাস, লাকী টেইলার্স, মানিক ট্রের্ডাস, সেলুন, মুদিখান এবং চায়ের দোকান সম্পুর্ন পুড়ে যায়। আগুনে ১৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
উল্লাপাড়া ফায়ার সার্ভির্সের ষ্টেশন অফিসার দিয়ানাতুল হক দিনার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তা দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রন করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন