চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর সীমান্তের বিপরীতে ভারতের নূরপুর সীমান্তে বিএসএফের গুলিতে জাহাঙ্গীর আলম (৩০) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম সদর উপজেলার সাতরশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
চাঁপাইনাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহাম্মেদ জুনাইদ আলম খান জানান, আজ ভোরে জোহরপুর সীমান্তের বিপরীতে ভারতের তিন কিলোমিটার অভ্যন্তরে নূরপুর এলাকায় জাহাঙ্গীর গরু নিয়ে ফেরার সময় মালদহ ২০ বিএসএফ ব্যাটালিয়নের নূরপুর ক্যাম্পের জওয়ানরা রাবার বুলেট ছোঁড়ে। এসময় জাহাঙ্গীর বুলেটবিদ্ধ হয়ে বাংলাদেশে চলে আসে এবং গোপনে চিকিৎসা নিচ্ছে। এব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন