পটুয়াখালীর কলাপাড়ায় টমটম ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
শনিবার সকালে পৌর শহরের রহমতপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
আহতরা হলেন সজিব (২৬), বাপ্পি (২৪) ও রাজু (২০)। এদের সজিবের অবস্থার সংকটপন্ন হওয়ায় তাৎক্ষণিকভাবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব