দিনাজপুরের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিনসহ ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাব-১৩। এসময় একজন নারীসহ ২ জন আটক করা হয়।
শনিবার দুপুরে আটকদের ফুলবাড়ী থানার হস্তান্তর করেছে র্যাব।
র্যাব-১৩ উপ-সহকারী পরিচালক মকবুল হোসেন জানায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী পৌর এলাকার থানাপাড়া মোড়ে আইয়ুব আলীর চায়ের দোকানের সামনে সাদা পোশাকে ওঁৎ পেতে থেকে এক নারী অস্ত্রগুলো হাতবদল করার সময় তাদেরকে হাতেনাতে আটক করে।
এই ঘটনায় একটি বিদেশি পিস্তলসহ আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাগমারা গ্রামের মৃত হেসাব উদ্দিন এর ছেলে হেলাল(৪৫) ও একই এলাকার মৃত আব্দুল কাফীর স্ত্রী নুরজাহান বেগম(৫২)। তাদেরকেও পিস্তলসহ ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-১৩ এর নীলফামারী ক্যাম্প এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র্যাব-১৩ এর একটি চৌকস দল ফুলবাড়ী পৌরশহরের থানাপাড়া মোড়ে আইয়ুব আলীর চায়ের দোকানে ওঁৎ পেতে থেকে অস্ত্রগুলো হাতবদল করার সময় হাতেনাতে তাদেরকে আটক করা হয়।
ফুলবাড়ী থানার ওসি মকছেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে র্যাব-১৩ এর উপ-সহকারী পরিচালক(ডিএডি) মকবুল হোসেন বাদী হয়ে ২ জনকে আসামী করে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব