লালমনিরহাটের পাটগ্রামের বিলুপ্ত লতামারি ছিটমহলে জমির মালিকানাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
শনিবার সকালে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আব্দুল মান্নান নামে একজনকে আটক করেছে পুলিশ।
আহতদের মধ্যে বিলুপ্ত লতামারি ছিটমহলের বুলবুল হোসেন (৩৫), আজিমুদ্দিন (৫০), হাসিবুল হক (৩০), লুৎফর রহমান (৪০), আবু হোসেন (৪০), হাফিজার রহমান (৫০) ও আবু দরদার (৩৫) নাম জানা গেছে।
তাদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। পরে, গুরুতর আহত লুৎফর রহমানকে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে কে বা কারা লতামারি ছিটমহলের আব্দুল মান্নানের খেতের ভুট্টা কেটে ফেলে। এ ঘটনায় প্রতিবেশী ফজলে রহমানকে সন্দেহ হয় তার। এর পরিপ্রেক্ষিতে শনিবার সকালে আব্দুল মান্নানের লোকজন ফজলে রহমানের তামাক খেত কেটে ফেলার চেষ্টা করে।
এ সময় ফজলে রহমানের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ০৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন