ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শুক্রবার রাত পৌনে ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
পাটুরিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে রাতে নৌরুটের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় যানবাহন ও যাত্রী নিয়ে দু’টি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়ে। বাকি ১৪টি ফেরি যানবাহন বোঝাই করে পারের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে রয়েছে।
কুয়াশা কমে গেলে যথারীতি ফেরি চলাচল শুরু হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই হঠাৎ ঘন কুয়াশায় এই রুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ