ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সকাল পৌনে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে গতরাত পৌনে ১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
পাটুরিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমতে থাকায় পুনরায় ওই নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটের উভয়পাড়ে দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ