মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর এলাকার পূর্ব আলীপুর গ্রামে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে কালকিনি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। পূর্ব আলীপুর গ্রামের আজিজুল সরদারের বখাটে ছেলে ইউনুছ সরদারকে (৩০) প্রধান আসামী ও আরো ২ জনকে অজ্ঞাত রেখে মামলাটি করেন ছাত্রীর মামা। ভুক্তভোগী ওই ছাত্রী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চালাচ্ছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার সময় পথিমথ্যে তাকে একা পেয়ে বখাটে ইউনুছ তাকে জোরপূর্বক পাশের সরিষা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। আর একথা কাউকে জানালে হত্যা করা হবে বলে হুমকি দেয়। কিন্তু ওই ছাত্রী বাড়ি ফিরে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়ে অবস্থা বেগতিক হওয়ায় ফরিদপুরে রেফার করে।
মামলার ব্যাপারে থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্দু বালা বলেন 'এ বিষয়ে মামলা হয়েছে এবং আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।'
বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ