ফুল ফুটুক আর নাই ফুটুক চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রতি বারের ন্যায় নেত্রকোনার সাহিত্য সমাজ এবারও আয়োজন করেছে বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার। একটানা ১৮ বছর চললেও গত বছর অনুষ্ঠানটি না হওয়ায় এ বছর ১৯তম ও ২০তম পুরস্কার এক সাথে প্রদান করা হয়।
এ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় শহরের মোক্তারপাড়ার কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠানস্থলে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পিঠা উৎবস হয়। এদিকে মুক্তমঞ্চে দিনব্যাপী চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। দুইদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে বিকেলে মুক্তমঞ্চে কবিতায় অসামান্য অবদান রাখায় কবি মোহাম্মদ রফিককে ১৯তম ও কথা সাহিত্যিক জাকির তালুকদারকে ২০তম খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করা হবে।
বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ