ভোলা সদর উপজেলার ভেদুরিয়া লঞ্চঘাটে আজ শনিবার ভোরে ঘনকুয়াশার কারণে বড় লঞ্চের সঙ্গে ধাক্কায় একটি ছোট লঞ্চ ডুবে গেছে। তবে লঞ্চটিতে কোনো যাত্রী ছিল না। তবে লঞ্চে থাকা চার নাবিক আহত হন। আহতরা হলেন, লঞ্চের মাস্টার কামরুজ্জামান, ক্যান্টিন মালিক জামাল হোসেন, সারেং আবদুর রহমান ও স্টাফ হানিফ।
শনিবার ভোরে ঢাকা থেকে আসা এমভি কর্ণফুলি-১১ লঞ্চের ধাক্কায় ভেদুরিয়া ঘাটে অবস্থানরত ভোলা-বরিশাল রুটের লঞ্চ এমএল সোহাগী ডুবে যায়।
সোহাগীর মাস্টার মো. কামরুজ্জামান জানান, লঞ্চের ভিতরে ফজরের নামাজ আদায় করার সময় বিকট শব্দে তার লঞ্চটি কেঁপে উঠলে তিনি ও তার তিন সহকর্মী ছিটকে পড়ে আহত হন। এ সময় এমভি সোহাগী কাত হয়ে ডুবে যায়।
বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ