যশোর কেন্দ্রীয় কারাগারে হাজতীকে ইয়াবা ট্যাবলেট সরবরাহের সময় ৬৫ পিচ ইয়াবাসহ তরিকুল ইসলাম (২৩) নামে এক যুবক আটক হয়েছেন। পালিয়ে গেছে তার সহযোগী সবুজ নামে (২৩) আরেক যুবক।
শনিবার বিকালে এ ঘটনা ঘটে। আটক তরিকুল ইসলাম যশোর শহরতলীর বালিয়া ভেকুটিয়া গ্রামের আলী হোসেনের ছেলে।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, বিকেল ৫টার দিকে তরিকুল ও তার সহযোগী সবুজ যশোর কারাগারে এক বন্দির সাথে দেখা করতে যান। এ দুইজন হাজতি সাক্ষাত রুমে অবস্থানের সময় তাদের গতিবিধি কারারক্ষীদের সন্দেহ হয়। এসময় তরিকুলকে জিজ্ঞাসাবাদ করে অবস্থা বেগতিক দেখে সবুজ ‘কৌশলে পালিয়ে’ যায়। পরে তরিকুলের পকেট তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে কারারক্ষীরা। কোতোয়ালি পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
থানা হাজতে বন্দি তরিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, পালিয়ে যাওয়া সবুজ তার পরিচিতজনকে ইয়াবা ট্যাবলেট দিতে নিয়ে আসে। পরিস্থিতি খারাপ বুঝতে পেরে সে পালিয়ে গেছে। তবে কারগারে কার সাথে দেখা করতে এসেছিলো তরিকুল তাকে চিনতো না বলে দাবি করেছে।
বিডি-প্রতিদিন/ ১৩ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন