দিনাজপুর সদর উপজেলার দুর্গাডাঙ্গা গ্রামে নিমালী কুস্কু (২০) নামে এক আদিবাসী তরুণী আত্মহত্যা করেছেন।
শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিমালী কুস্কু সদর উপজেলার দুর্গাডাঙ্গা গ্রামের শুকু কুস্কুর মেয়ে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান বলেন, নিমালী পারিবারিক কলহের জের ধরে শুক্রবার বিকেলে বিষপান করেন। পরে বাড়ির সদস্যরা তাকে দিমেক হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় কোতয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডি-প্রতিদিন/ ১৩ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন