টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জুলফিকার হোসেন (৩২) নামে এক হেলপার নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১১টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার জোকারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুলফিকার নীলফামারী জেলার দোহার উপজেলার আক্কাস আলীর ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার জুলফিকার নিহত হয়।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ