হরতাল-অবরোধে অবরোধ চলাকালে পেট্টলবোমায় সিএনজি অটোরিক্সার যাত্রী পান ব্যবসায়ী গণেশ দাস হত্যা মামলায় সিরাজগঞ্জ জেলা যুবদলের মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক জাকির হোসেন প্রদীপকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার দুপুরে আদালত আত্মসমর্পন করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোরশেদ আলম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জাকির সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনির হাজী সোহরাব হোসেনের ছেলে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৬/রশিদা