মেহেরপুরের গাংনী উপজেলার সহগলপুর গ্রামে হারুন অর রশিদ হারুনকে গলাকেটে হত্যার দায়ে রহমান আলী (৪৮) নামের এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা জনাকীর্ণ আদালতে এ আদেশ দেন। একই সঙ্গে মামলার বাকি ৮ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন বিজ্ঞ আদালত। রফিকুল ইসলাম সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের মুনছুর আলীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ২৪ নভেম্বর রাতে সন্ত্রাসীরা তাদের দাবিকৃত চাঁদা না পেয়ে সহগলপুর গ্রামের হারুন অর রশিদ হারুনকে বাড়ি থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী মাঠে গলাকেটে হত্যা করে। পরদিন হারুন অর রশিদের ছেলে সুমন রেজা বাদি হয়ে রহমান আলী, শ্যামপুর গ্রামের এনামুল হক, সহগলপুর গ্রামের মিনাজ উদ্দিন সিদ্দিক, শহীদ, রাহিদুল, আলামিন, সিদ্দিকুর, মোফাজ্জেলকে আসামি করে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ দাখিল করেন। মামলায় ১৫ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামি পক্ষে খন্দকার আব্দুল মতিন ও অ্যাড. ইব্রাহীম শাহীন আইনজীবীর দায়িত্ব পালন করেন।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৬/ এস আ্হমেদ