ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গাছতলা এলাকার বাঘমারা নামকস্থানে বালুভর্তি ট্রাকের ধাক্কায় ৬ সিএনজি অটোরিক্সার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই যাত্রী। রবিবার সন্ধ্যা সাড়ে ৫টায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত আনোয়ার জানান, দুর্ঘটনায় ১৮ মাস বয়সী এক শিশুসহ অজ্ঞত দুইজন ভর্তি হয়েছে।
স্থানীয়রা ও থানা পুলিশ সূত্র জানায়, নিহতরা সিএনজি অটোরিক্সাযোগে ময়মনসিংহ থেকে নেত্রকোনা জেলার দূর্গাপুরে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক আসা বালুভর্তি একটি ট্রাক সিএনজি অটোরিক্সাটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় ঘটনাস্থলেই মারা যায় ৬ জন এবং আহত হয় শিশুসহ দুইজন।
নিহতদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী ও একজন শিশু রয়েছে। তাদের বাড়ি নেত্রকোনা জেলায় হলেও তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো নিহতদের পরিচয় জানা যায়নি।
বিডি-প্রতিদিন/ ১৪ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা