জামালপুরে ইংরেজি দৈনিক ডেইলি স্টার'র সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে জামালপুর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের হয়েছে।
আজ রবিবার বিকেলে জামালপুর জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল আব্দুন নাসের বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী মামলাটি আমলে নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, শেখ হাসিনাসহ রাজনৈতিক নেতানেত্রীদের দেশত্যাগ ও রাজনৈতিক কার্যক্রম থেকে সরিয়ে দিতে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ওয়ান ইলেভেন সরকারের সময় ষড়যন্ত্র করে বিকৃত সংবাদ প্রকাশ করেছেন। ৩ ফেব্রয়ারি একটি টকশোতে এসব কথা তিনি স্বীকার করেছেন। এসব করে তিনি গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন যা রাষ্ট্রদ্রোহীতার শামিল।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৬/ এস আ্হমেদ