চাঁপাইনবাবগঞ্জে আজ রবিবার সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। চন্দ্র মাসের তারিখ হিসেবে প্রতি বছর বৃহত্তর রাজশাহী অঞ্চলের সনাতন সম্প্রদায়ের নারী-পুরুষ সবাই এদিন শিবগঞ্জ পৌর এলাকার তর্ত্তিপুর নামক স্থানে পৌরাণিক জাহ্নুমুনির আশ্রমের কাছে গঙ্গাস্নান অনুষ্ঠানে যোগ দেন।
বয়োবৃদ্ধদের নিকট থেকে জানা যায়, এই গঙ্গাস্নান অধিকাংশ বছরই মাঘ মাসে অনুষ্ঠিত হয় বলে একে মাঘী বান্নী স্নান বলে। কিন্তু চাঁদের উপর নির্ভর করে কোনো কোনো বছর ফাল্গুন মাসেও গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়ে থাকে। এবার চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী অঞ্চলের নাটোর, নওগাঁ, বগুড়া, দিনাজপুর, পাবনা এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুরা বাস, মিনিবাস, মাইক্রো, মিশুক, রিক্সাসহ বিভিন্ন প্রকার যানবহন যোগে দূরদূরান্ত থেকে গঙ্গাস্নান অনুষ্ঠানে যোগ দিতে শনিবার থেকেই পৌরণিক জাহ্নুমুনির আশ্রমে আসতে শুরু করেন। রবিবার দুপুর পর্যন্ত তীর্থযাত্রীদের আসা অব্যাহত ছিল।
গঙ্গাস্নান পর্ব শেষ করে বিভিন্ন ধরণের ভুরিভোজ করে থাকেন ভক্তরা। এই ভুরিভোজের মধ্যে স্থান পায় মূলতঃ শিবগঞ্জের বিখ্যাত চমচমসহ বিভিন্ন মিষ্টান্ন দ্রব্য, রাজারামপুর ও নসিপুরের দই, রহনপুরের মুড়ি ও চিড়া এবং ভোলাহাটের সাগর কলা। প্রায় সকলেই বাড়ি ফেরার সময় নানা ধরনের মাটির পাত্রে গঙ্গার পবিত্র জল নিয়ে যান। অনুষ্ঠানে আগত নওগাঁর ৮৯ বছর বয়স্কা শান্তি দেবী নামে এক বৃদ্ধা জানান, সংগৃহীত এ পবিত্র জল সমগ্র বছর বাড়িতে রেখে বিভিন্ন পূজা পার্বনে ব্যবহার করা হয়।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ