ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় জল্লা ইউপি চেয়ারম্যান উর্মিলা বাড়ৈকে অশ্রাব্য ভাষায় গালাগাল করার অভিযোগ পাওয়া গেছে উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম ইকবালের বিরুদ্ধে।
রবিবার উপজেলা ডাক বাংলোয় ইউপি চেয়ারম্যান প্রার্থী নির্বাচন নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান ইকবাল উপজেলা সহসভাপতি ও জল্লা ইউপি'র দুই বারের চেয়ারম্যান উর্মিলা বাড়ৈকে উদ্দেশ করে বলেন, ''আপনি আওয়ামী লীগের কে, আর কত আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে খাবেন? অবনি বাড়ৈ (উর্মিলার প্রয়াত স্বামী) আওয়ামী লীগের কেউ ছিল না। দলে তার (অবনী) কোন অবদান নেই।''
স্বামীর বিরুদ্ধে বিষোদগার করায় প্রকাশ্য সভায় হাউমাউ করে কেঁদে ফেলেন চেয়ারম্যান উর্মিলা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বাচ্চু ইকবালকে নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। উত্তেজনাকর পরিস্থিতি আঁচ করতে পেরে স্থানীয় সাংবাদিকরা বর্ধিত সভাস্থলে প্রবেশ করলে উপজেলা চেয়ারম্যান ইকবাল সভা শেষ না করেই স্থান ত্যাগ করেন।
সভায় উপস্থিত একাধিক নেতা এই ঘটনার সত্যতা নিশ্চিত করলেও উপজেলা চেয়ারম্যান ইকবাল তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ