ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গাছতলা এলাকার বাঘমারা নামক স্থানে বালুভর্তি ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সার চালকসহ নিহত ছয়জনের পাঁচজনই একই পরিবারের। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখে অটোরিক্সায় নেত্রকোনার দূর্গাপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছে শিশুসহ আরও দুই যাত্রী।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মনির হোসেন(৪০), তার স্ত্রী পপি আক্তার(২৭), কন্যা মীম(১২), বোন আসমা খাতুন(২৮), ছোট ভাইয়ের স্ত্রী আয়েশা আক্তার(৩০) ও সিএনজি চালক হাবিবুর রহমান(৩১)।
নিহতরা সবাই নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার গোদাড়ীয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা ও থানা পুলিশ সূত্র জানায়, নিহতরা সিএনজিযোগে ময়মনসিংহ থেকে নেত্রকোনা জেলার দূর্গাপুরে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান ছয়জন।
হাসপাতালের জুরুরি বিভাগে কর্মরত আনোয়ার জানান, দুর্ঘটনায় ১৮মাস বয়সী এক শিশুসহ অজ্ঞাত দু'জন ভর্তি হয়েছেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ