বরগুনায় বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেওয়ার সময় প্রতিপক্ষের হামলায় বর্তমান চেয়ারম্যান ইউসুফ শরীফসহ (৫৩) ৪ জন আহত হয়েছেন।
অন্য আহতরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির, ইউসুফ শরীফের ছেলে জাফর শরীফ (৩০) ও মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার আবদুল মন্নান মৃধা (৬৫)।
হামলার খবর পেয়ে পুলিশ ঘটানাস্থল থেকে আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
রবিবার দিবাগত সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু কমপ্লেক্সে স্থানীয় জেলা আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় সাক্ষাৎকার দিতে এলে যুবলীগ নেতা শিপন জোমাদ্দার ও তার অনুসারিরা এ হামলা চালায় বলে অভিযোগ ইউপি চেয়ারম্যান ইউসুফ শরীফের।
বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সংঘর্ষের খবর শুনে সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সেখান থেকে আহতদের চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
তিনি আরো বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ