শান্তিপূর্ণ পরিবেশে ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ সোমবার সকালে ৯টি ওয়ার্ডের ১৪টি ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
চরফ্যাশন পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৩৩২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৫৭৪ জন ও নারী ভোটার ১০ হাজার ৭৫৭ জন।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বাদল কৃষ্ণ দেবনাথ ও বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম মিন্টিজ। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন ও নারী কাউন্সিলর পদে লড়ছেন ১২ জন প্রার্থী।
ভোলার সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, কেন্দ্রগুলোতে পুলিশ, র্যাব, বিজেপি ও কোস্টগার্ড নিয়োজিত রয়েছে। কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ