যশোরের বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে যশোর-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন আহম্মেদ জানান, গ্রিন লাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে যশোর আসছিল। সকালে ভাটার আমতলা এলাকায় এলে বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রীর মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ