মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক শুকুর আলী হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে মাসুদ রানা নামের একজনকে আটক করেছে পুলিশ।
রবিবার রাতে গাংনী থানা পুলিশের একটি দল নিশিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক মাসুদ রানা নিশিপুর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, নিহত যুবলীগ নেতা শুকুর আলীর ভাই আব্দুল ওয়াদুদ বাদি হয়ে রবিবার সকালে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৯। মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মাসুদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইতোমধ্যে হত্যার ঘটনায় বেশ কিছু তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।
উল্লেখ্য, শুক্রবার রাতের কোনো এক সময় সন্ত্রাসীরা শুকুর আলীকে কুপিয়ে হত্যা করে বাড়ির পাশের একটি পুকুরে ফেলে যায়। শনিবার সকালে গাংনী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/২৯ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ