'জানবো জানাবো, দুর্নীতি রুখবো' এ স্লোগানে কিশোরগঞ্জে দিনব্যাপী তথ্য মেলা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এর উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ডক্টর নাসিরউদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় গণশুনানি। এতে কিশোরগঞ্জ সদরের ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, সাব রেজিস্টার অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস এবং পল্লী বিদ্যুৎ সমিতি অংশ নেয়। বিভিন্ন স্থরের মানুষ গণশুনানিতে উপস্থিত হয়ে তাদের অভিযোগ তুলে ধরেন এবং সে অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক জি.এস.এম. জাফরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাথীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
তথ্য মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ২০ টি স্টল থেকে মানুষকে সেবা প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/২৯ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ