বিদেশে পাচার করে এক নারীকে দিয়ে দেহ ব্যবসা করানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া থানায় দায়েরকৃত মামলায় মো. আবুল হোসেন (৭৫) নামে এক ব্যক্তি ঢাকায় গ্রেফতার হয়েছেন। রবিবার রাতে গ্রেফতারের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আবুল হোসেন খাগছাছড়ি জেলার দীঘিনালা উপজেলার মো. আবছার উদ্দিনের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান সোমবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে জানান, জেলার সদর উপজেলার সুলতানপুরের এক নারীকে বিদেশে পাচার করে দেহ ব্যবসা করানোর অভিযোগে গত জানুয়ারি মাসে থানায় মামলা হয়। এ মামলার আসামি আবুল হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করে সেখানকার পুলিশ। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/২৯ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ