বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক নারী ভিক্ষুকের শ্লীলতাহানির অভিযোগে মজনু মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম এ তথ্য জানান।
গত রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে শ্লীলতাহানির শিকার ওই ভিক্ষুক (৫০) বাদী হয়ে মজনু মিয়াকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে সোমবার ভোরে মজনু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলা গন্ধইল গ্রামের আব্দুস সামাদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে গন্ধইল গ্রামের বাড়িতে ওই নারী ভিক্ষুক ঘুমাচ্ছিলেন। এ সময় তার স্বামী চিকিৎসার জন্য বাইরে ছিলেন। সেই সুযোগে মজনু তার ঘরে ঢুকে শ্লীলতাহানি করেন।
বিডি-প্রতিদিন/২৯ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ