পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সড়ক দুর্ঘটনা থেকে শিশু কন্যাকে (৫) রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বাবা তপন মণ্ডল (৩০)। সোমবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের আদমকাঠি-কুড়িয়ানা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বানাড়ীপাড়ার চাখার এলাকার অমূল্য মণ্ডলের ছেলে তপন কুড়িয়ানা এলাকায় ভাড়া বাসায় থেকে কাঠমিস্ত্রীর কাজ করতেন। সোমবার দুপুরে তপন তার মেয়েকে নিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কুড়িয়ানা গার্লস স্কুলের কাছে পৌঁছার পর মেয়েটি রাস্তার মাঝে চলে গেলে তিনি দৌড়ে তাকে সরিয়ে আনতে যান। এসময় ব্যাটারি চালিত একটি ইজিবাইক তাকে চাপা দেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বরিশাল নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/২৯ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ