চট্টগ্রামে সেতু ভেঙে গার্ডারের নিচে চাপা পড়ে মো. হাসেম নামে এক নিমার্ণ শ্রমিক নিখোঁজ হয়েছেন।
রবিবার সন্ধ্যায় বোয়ালখালী এবং পটিয়া উপজেলার মধ্যবর্তি মিলিটারি পোল ভাঙার সময় এ ঘটনা ঘটে। নিখোঁজ হাসেম নওগাঁর চকনদীকূল গ্রামের আবদুল গফুরের ছেলে।
ফায়ার সার্ভিসের সহকারি উপ-পরিচালক আবদুল মালেক বলেন, রবিবার সন্ধ্যায় সেতু ভাঙার সময় গার্ডার ধসে পড়ে। এসময় অন্যান্য শ্রমিকরা রক্ষা পেলেও গার্ডারের নিচে চাপা পড়ে হাসেম। সোমবার খবর পেয়ে তল্লাশী শুরু করে ফায়ার সার্ভিস। স্রোতের কারণে সোমবার বিকেল পর্যন্ত ডুবরী নামানো সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/ ২৯ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন