ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তন, ১০ গ্রেড স্কেলে কর্মকর্তা মর্যাদা, সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন ও পারিবারিক পেনশানের ব্যবস্থাসহ ৩দফা দাবিতে ঝিনাইদহ কর্মবিরতি পালন করেছে ইউপি সচিবরা।
সোমবার দিন ব্যাপি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসুচি পালন করা হয়।
জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি শেখ হাবিবুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক ছাব্দার আলী, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু বিন সাফায়েত, অর্থ সম্পাদক কামরুজ্জামান, উপদেষ্টা আবুল কাশেম, হাফিজুর রহমান, মহেশপুর উপজেলা সভাপতি আব্দুল খালেক, শৈলকূপা উপজেলা সভাপতি শরিফুল ইসলাম, হরিনাকুন্ডু উপজেলা সভাপতি সাইদুর রহমান ও কোটচাঁদপুর উপজেলা সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৯ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন