সিরাজগঞ্জে ট্রেনে কাটাপড়ে ও গলায় ফাঁস নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে।
এদের মধ্যে সদর উপজেলার কালিয়াহরিপুর ইউপি রামগাতী গ্রামের বুলবুলের স্ত্রী হালিমা খাতুন (৩৮) গলায় ফাঁস নিয়ে এবং অজ্ঞাত (৩৫) নারী কামারখন্দ উপজেলায় ট্রেনের ধাক্কায় মারা গেছে।
পুলিশ সোমবার দুপুরের আগে লাশ দুটি উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।
সদর থানার উপ-পরিদর্শক আব্দুল বারিক জানান, তিনমাস আগে তিনসন্তানের জননী গৃহবধূ হালিমার সাথে রামগাঁতী গ্রামের মোতালেবের ছেলে বুলবুলের সাথে দ্বিতীয় বিয়ে হয়। এ অবস্থায় রবিবার ভোরে গৃহবধূ হালিমা বাবার বাড়ির নিজ ঘরে আত্মহত্যা করে।
অপরদিকে, সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক ইলিয়াস কবির জানান, রবিবার রাতের কোন এক সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে সোমবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তার মাথা থেতলে গেছে, পরনে সবুজ রংয়ের কামিজ ও খয়েরি রংয়ের সালোয়ার ছিল। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৯ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন