কুমিল্লার লাকসামে স্থানীয় মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র মো. হোসেনকে মোবাইল ফোন ছিনতাইয়ের জন্য হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
ময়না তদন্তের পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে সোমবার বিকালে শিশু মো. হোসেনের মরদেহ তার বাড়িতে নেয়া হয়েছে।
এদিকে সোমবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল ও পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক নিহতের পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, লাকসাম উপজেলার চুনাতি চাঁদপুর এলাকার অটোরিক্সা চালক মোস্তফা কামালের ছেলে মোঃ হোসেন শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। রবিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন পাশ্ববর্তী একটি ডোবায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তার কপাল ও ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশ থেকে বিড়ি সিগারেটের পোড়া অংশ ও দিয়াশলাই উদ্ধার করা হয়েছে। বাড়ি থেকে বের হওয়ার সময় শিশুটির কাছে একটি মোবাইল ফোন ছিল। এটি ছিনতাই করার উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড হতে পারে বলে তিনি ধারণা করেন।
পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বলেন, প্রাথমিক ভাবে শিশুটেকে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি।
বিডি-প্রতিদিন/ ২৯ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন