নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর-আড়াইহাজার সড়কের নয়াপুর হাতুড়াপাড়ায় একটি ফিলিং স্টেশনের মবিল কারখানার ট্যাংকে পড়ে মাসুম মিয়া (৩৫) ও মোহাম্মদ হান্নান (৪০) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ সাড়ে ৪টার দিকে তেলের ট্যাংক থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ‘চাঁন অ্যান্ড সূর্য’ নামে একটি ফিলিং স্টেশনের অঙ্গ প্রতিষ্ঠান মেসার্স ময়না ট্রেডিংয়ে পোড়া মবিল সংগ্রহ করা হতো। দুপুরে ওই কারখানার একটি ট্যাংকে পড়ে যান মাসুম। পরে শ্রমিকেরা টের পেয়ে প্রহরী হান্নানকে ডেকে আনেন। হান্নান ওই ট্যাংকে নামলে দুইজনই নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয়ের টিম লিডার আলাউদ্দিনের নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম এসে বিকেল সাড়ে ৪টায় দুইজনের লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকেই মালিকপক্ষের লোকজন পালিয়ে গেছেন।
বিডি-প্রতিদিন/ ২৯ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন