ঝিনাইদহ থেকে এক মাস আগে নিখোঁজ মাদ্রাসা শিক্ষক আবু হুরাইরার (৫৫) লাশ আজ সোমবার সকালে যশোর-চৌগাছা সড়কের আমবট তলা থেকে উদ্ধার করেছে পুলিশ।
তবে স্থানীয় সাজিয়ালি ক্যাম্পের পুলিশ প্রথমে তাকে সড়ক দুর্ঘটনায় আহত হিসেবে (অজ্ঞাত পরিচয়) যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালে ভর্তি করলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্বজনরা খবর পেয়ে সন্ধ্যার দিকে যশোর হাসপাতালে পৌঁছে লাশটি সনাক্ত করেন।
নিহতের ভাই আবদুল মালেক মাস্টার জানান, নিহত আবু হুরাইরা ঝিনাইদহ সদর উপজেলার কুটি দুর্গাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি বলেন, ২৪ জানুয়ারি মাদ্রাসা থেকে কে বা কারা তার ভাইকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সোমবার দুপুরের দিকে তারা খবর পান যে যশোরে অজ্ঞাত পরিচয়ের একটি লাশ উদ্ধার হয়েছে। এরপর যশোর হাসপাতালে গিয়ে তিনি ভাইয়ের লাশ সনাক্ত করেন।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে। লাশের শরীরের কয়েকটি স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে। যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, ঝিনাইদহ থেকে পুলিশের ক্লিয়ারেন্স পাওয়ার পর তারা স্বজনদের কাছে লাশ হস্তান্তর করবেন।
বিডি-প্রতিদিন/ ২৯ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন