দিনাজপুরের বীরগঞ্জে ঘরের ভিতরে ধানের গুড়ার বস্তার ভিতরে পলেথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ব্যাপারে কাউকে গ্রেফতার করতে পারেনি।
রবিবার ভোর ৫টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাহাদুর বাজার আব্দুর রশিদের বাড়ি হতে পিস্তলটি উদ্ধার করে পুলিশ।
বীরগঞ্জ থানার এএসআই মো. মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাহাদুর বাজার আব্দুর রশিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঘরের ভিতরে একটি ধানের গুড়ার বস্তার ভিতরে পলেথিনে মোড়ানো একটি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রশিদসহ বাড়ির সকলের পালিয়ে যায়।
বীরগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান, অস্ত্রটি পলেথিনে মোড়ানো অবস্থায় পাওয়া গেছে। এটি কি ধরণের আগ্নেয়াস্ত্র, কত রাউন্ড গুলি আছে জেলা শহর হতে অস্ত্র বিশেষজ্ঞ আসার পর এই বিষয়গুলি সমন্ধে বিস্তারিত জানা যাবে।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৬/মাহবুব