জামালপুরে পরীক্ষার ফি সংগ্রহ করতে না পেরে আত্মহত্যা করেছে এক এসএসসি পরীক্ষার্থী। হরভাগা এই শিক্ষার্থীর নাম মোশের্দা। আজ বুধবার দুপুরে সদর উপজেলার ছোনটিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মোর্শেদা স্থানীয় ছোনটিয়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। একই স্কুলেরই ছাত্র ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
মোর্শেদার পরিবার ও প্রতিবেশীরা জানায়, মোর্শেদা খাতুনের পিতার নাম কাইঞ্ছা [প্রচলিত নাম]। তিনি দীর্ঘদিন আগে মারা যান। মা ছবি বেওয়া মোর্শেদাকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করছিলেন। বৃদ্ধ নানা আবুল কাশেম ও মা ছবি বেগম মোর্শেদার লেখাপড়ার খরচ যোগাতেন অন্যের সহায়তায়। চলতি এসএসসি পরীক্ষার ফিও অন্যের কাছ থেকে হাত পেতে সংগ্রহ করেছিলেন।
স্কুল কর্তৃপক্ষ এবার বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষার জন্য এক হাজার ৫শ’ টাকা ফি নির্ধারণ করে। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যেই নির্ধারিত ফি পরিশোধের সময় বেধে দিয়েছিলো স্কুল কর্তৃপক্ষ। এবারও ছবি বেওয়া অন্যের কাছ থেকে সাহায্য নিয়ে মেয়েকে ৬শ’ টাকা দিয়েছিল। ওই টাকা নিয়েই মোর্শেদা খাতুন আজ স্কুলে যায়, বাকি টাকা যোগাড় করতে পারেনি বলে শিক্ষকদের জানায়। সমাধান না পেয়ে স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মিজানুর রহমানের সঙ্গেও কথা বলে সে। কিন্তু সেখান থেকেও আশ্বাস মিলেনি।
পরে হতাশ হয়ে বাড়ি ফিরে মোর্শেদা। অবশেষে দারিদ্র্যের যন্ত্রণা ও মনোকষ্ট থেকে চিরতরে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নেয় সে। নিজ বাড়িতে গলায় শাড়ি পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। মুক্তি পায় সব বেদনা-কষ্ট থেকে। আর কখনোই পরীক্ষার ফির অর্থ সংগ্রহে অন্যের কাছে হাত পাতবে না সে।
এদিকে, এ ব্যাপারে জানতে স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালামের মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
বিডি-প্রতিদিন/৯ মার্চ ২০১৬/শরীফ