ঠাকুরগাও সদর উপজেলা মাদারগঞ্জ এলাকার লিচু বাগান থেকে ফিটন নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় লিচু বাগান থেকে ওই যুবকরে লাশ উদ্ধার করা হয়। ফিটন ঠাকুরগাঁও রোড ইসলাম নগর এলাকার আব্দুর সাত্তারের ছেলে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলা মাদারগঞ্জ এলাকায় সন্ধ্যার দিকে একটি লিচু বাগানের পাশের কয়েকজন লোকজন একজনকে মাটিতে পড়ে থাকতে দেখে। কাছে গিয়ে দেখে এক যুবকের লাশ। পরে স্থানীয় লোকজন ঠাকুরগাঁও সদর থানা পুলিশকে খবর দিকে ওই যুবকের লাশ উদ্ধার করে।
ওই যুবকের বাবা আব্দুর সাত্তার জানান, আমার ছেলে কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। গত ২ দিন ধরে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে বাসায় ফেরত যায়নি। তাকে খোঁজার জন্য শহরে মাইকিং করা হয়েছিল। কিন্তু মাদারগঞ্জ এলাকায় লিচু বাগানে বিষ পান করে সে আত্মহত্যা করেছে ভাবতে পারছি না।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান লাশ উদ্ধার সত্যতা স্বীকার করে বলেন, মানসিক ভারসাম্যের কারণে ফিটন আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্ত করলে আত্মহত্যার কারণ বলা যাবে।
বিডি-প্রতিদিন/ ০৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন