নোয়াখালী সদরে বেদে পরিবারের ওপর হামলা ও চাঁদার দাবিসহ বিভিন্ন জুলুম নির্যাতনের প্রতিবাদে আজ বুধবার দুপুরে বেদে পরিবারের তিনহাজার সদস্য নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন পালন করেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি বেশ করেন।
স্মারকলিপিতে অভিযোগ করা হয় স্থানীয় হেলালের নেতৃত্বে স্থানীয় বখাটে সন্ত্রাসী সোলেমান, জসিম, যোবেদ আলীসহ ১০-১৫ জনের সংঘবদ্ধ দল নানা মুখি হয়রানি চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেয়ায় তারা বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুট পাট চালায়।
জানাগেছে ৮নং এজবালিয়া ইউপি’র ৫ ও ৬ নং ওয়ার্ডে বিগত ৫ বৎসর পূর্বে স্থানীয় লোকজনের কাছ থেকে জমিন ক্রয় করে প্রায় ৩ হাজার বেদে পরিবার বসবাস করে আসছে। কিন্তু ক্রয়কৃত প্রতি দলিলের মাথা পিছু ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় বিভিন্ন ভাবে নানামুখী হয়রানি করে আসছে তারা।
সম্প্রতি এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর কাছে লিখিত অভিযোগ করলে পুলিশ প্রশাসন এ বিষয় নিয়ে উভয় পক্ষকে শান্তিপূর্ণ ভাবে ওই এলাকায় বসবাস করার জন্য নির্দেশ প্রদান করে। কিন্তু কিছু দিন চুপ থাকার পরে আবার এ সংঘ বন্ধ চক্র বেদে
পরিবারগুলোর ওপর জুলুম নির্যাতন শুরু করে।
স্থানীয় যুবলীগ নেতা হেলাল এ অভিযোগ অস্বীকার করে বলেন, বেদে সম্প্রদায়ের এক গ্রুপ অন্য গ্রুপের নিকট চাঁদা দাবি করে এ নিযে থানায় মামলা হয়। আমরা নিরীহ লোকজনকে সহায়তা করায় তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপবাধ দিচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন