মানিকগঞ্জ সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় মজিবর রহমান (৪০) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিবর রহমান সদর উপজেলার বাইচাইল গ্রামের খেদান মিয়ার ছেলে।
মানিকগঞ্জ সদর থানার উপ-পরির্দশক (এসআই) রহমত আলী জানান, সন্ধ্যায় বাসস্ট্যান্ডে একটি ট্রাক মজিবরকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, এ ঘটনায় ট্রাকসহ চালক মো. আশরাফ হোসেনকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন