ফেনীর ছাগলনাইয়ায় বস্তিতে ঢুকে নারীর শ্লীলতাহানীর চেষ্টাকালে এক বখাটেকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার রাত ১১টার দিকে ছাগলনাইয়ার বাঁশপাড়া সলিমুল্লাহ কলোনিতে এই ঘটনা ঘটে।
বখাটে হুমায়ুন কবির একই এলাকার পূর্ব বাঁশপাড়ার মৃত এসহাক প্রকাশ ফকির মিয়ার ছেলে।
কলোনির মালিক মৃত মুফতি মাহমুদুর রহমানের স্ত্রী ফিরোজা বেগম এই ব্যাপারে ছাগলনাইয়া থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। তিনি জানান, হুমায়ুন কলোনিতে ওই নারীকে শ্লীলতাহানীর চেষ্টাকালে কলোনির বাসিন্দারা তাকে বাধা দিলে সে এলোপাতাড়ি সকলকে মারধর করে। এসময় কলোনির মালিক সলিমুল্লাহ ভূঞাসহ কয়েকজন আহত হয়। হুমায়ুন দীর্ঘদিন থেকে কলোনিটিতে ইয়াবাসহ মাদক বিক্রির চেষ্টা চালিয়ে আসছিল বলে তিনি জানান।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ রাশেদ খান চৌধুরী জানান, হুমায়ুন এলাকায় বখাটে হিসেবে পরিচিত।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৬/ রশিদা