নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ব্যর্থ হওয়াসহ শাসকদলের প্রার্থীদের পক্ষ নেয়ার অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম ও রামপাল থানার ওসি মোঃ রফিকুল ইসলামকে অন্যত্র বদলীর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমীন মল্লিক মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বাগেরহাটের মোরেলগঞ্জ ও রামপালে মাঠ পর্যায়ে তদন্ত করে এই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষ নেয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে নির্বাচনের সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে ব্যর্থ হয়েছেন এই দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এই ব্যর্থতার দায়ে নির্বচন কমিশন বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম ও রামপাল থানার ওসি মোঃ রফিকুল ইসলামকে অন্যত্র বদলী নির্দেশ দিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ ১৬/ সালাহ উদ্দীন