খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার সমর্থকদের র্যালিতে আসা চাঁদের গাড়ি থেকে রামদা, কিরিস ও লাঠিসোঠাসহ ১জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরের দিকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর র্যালি শেষে টাউন হল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের সময় বাইরে অবস্থান নেওয়া চাঁদের গাড়িতে তল্লাশি চালিয়ে র্যালির দু’টি ব্যানার ও লাঠিসোঠার নিচ থেকে ২১টি দা, ১টি কিরিস উদ্ধার করা হয়। এসময় চাঁদের গাড়ির চালক মো: লিয়াকত আলী (৩৫) কে ও ১৬৭৬ চাঁদের গাড়িটি আটক করে পুলিশ।
গাড়ি চালক মো: লিয়াকত আলী পুলিশকে জানান, কদমতলী এলাকার (এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার বাসভবনের নিচ এলাকা) থেকে র্যালিতে আসা লোকজনকে আমি পতাকাসহ লাঠি নিয়ে উঠতে দেখি। কিন্তু আমি জানিনা এতগুলো দা এবং কিরিস কারা তুলেছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোয়ান্দাদের রিপোর্টের ভিত্তিতে টাউন হলের সামনে অবস্থান নেওয়া চাঁদের গাড়িতে তল্লাশি চালিয়ে ২১টি দা, ১টি কিরিস, শতাধিক কাঠের লাঠি উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে নাশকতা সৃষ্টির লক্ষ্যে কোন এক পক্ষ এ জাতীয় ঘটনা ঘটাতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ ঘটনা তদন্তে মাঠে নেমেছে।
এদিকে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার সমর্থক ও জাহেদুল আলমের সমর্থকরা পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধুর জন্মদিনে র্যালি বের করে। জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত র্যালি ও আলোচনা সভায় সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক মো: জাহেদুল আলম একই মঞ্চে বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ ১৬/ সালাহ উদ্দীন