'শিশুরা গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই স্লোগানে কুমিল্লায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার নগরীতে শিশু সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে কুমিল্লা টাউন হল মাঠে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল ও পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর উদ্যান প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের পক্ষে তার সহধর্মিনী মেহেরুন্নেছা বাহার বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ ১৬/ সালাহ উদ্দীন