বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সারা দেশের মতো মাদারীপুরেও পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। সকাল ৭টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।
সকাল ৮টায় জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সকাল সাড়ে আটটায় একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
এছাড়াও দিনের কর্মসূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠান।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ ২০১৬/ এস আহমেদ