নেত্রকোনার মোহনগঞ্জে সাপ মরা খাল থেকে পরিত্যাক্ত অবস্থায় বৃহস্পতিার দুপুরে একটি কাটা রাইফেল ও ৮ রাইন্ড গোলাবারুদ উদ্ধার করে মোহনগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, সাপমরা খালের স্লুইসগেটের কাছে মাছ ধরতে নেমে এক শিশুর জালে পরিত্যাক্ত অস্ত্র ও গুলি উঠে আসে। সেগুলো ভাঙ্গারীর দোকানে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় শিশুটি আশপাশের লোকজনদের দেখায়। পরে লোকজন তারা থানায় জানায়। খবর পেয়ে পুলিশ শিশুর কাছ থেকে কুড়িয়ে পাওয়া পরিত্যাক্ত কাটা রাইফেল ও ৪ রাউন্ড শর্টগানেরসহ মোট ৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে থানায় জমা রাখে। এগুলো যাচাই-বাছাই করে নেত্রকোনায় নিয়ে আসা হবে।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৬/ রশিদা